দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট মাঠে আগেই রাজ করেছেন। এখন সেই রাজত্ব ছড়াতে চান ব্যবসার মঞ্চে। কিন্তু গুণমান নয়, বিরাট কোহলির (Virat Kohli) রেস্তরাঁ আলোচনার কেন্দ্রে স্রেফ খাবারের দামে!
মুম্বইয়ের (Mumbai) জুহুতে (Juhu) কোহলির বিলাসবহুল রেস্তরাঁ ‘ওয়ান৮ কমিউন’ (One8 Commune)। একসময় এই জায়গাতেই ছিল কিংবদন্তি কিশোর কুমারের (Kishore Kumar) বাংলো ‘গৌরী কুঞ্জ’। ২০২২ সালে তাকেই সংস্কার করে রেস্তরাঁ বানান কোহলি। কাঁচের ছাদ, আধুনিক আর্কিটেকচার আর সমুদ্রের উদাসী হাওয়া—সব মিলিয়ে সেলেব-হটস্পট!