দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের (Rajasthan accident) জাতীয় সড়কে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার রাতে ফলোদি-বিকানের হাইওয়েতে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চার জনের, গুরুতর জখম অন্তত নয় জন। মৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকায় নেমে আসে আতঙ্ক।
পুলিশ সূত্রে খবর, মৃতরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা। তাঁরা প্রতি বছরের মতো এবারও ফলোদিতে তুলো তোলার কাজে এসেছিলেন (Madhya Pradesh Migrant workers)। শুক্রবার রাতে কাজ শেষে শ্রমিকদের নিয়ে ফিরছিল একটি পিক-আপ ভ্যান (pickup van- truck collision)। মোট ১৬ জন যাত্রী ছিলেন তাতে।