দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিন মানেই মুম্বইয়ের বান্দ্রায় মন্নতের সামনে মানুষের ঢল। রাজপথে ভিড় জমে তাঁর এক ঝলক দেখার আশায়। বাদশার জন্মদিন যেন প্রতি বছরই হয়ে ওঠে এক উৎসব। তবে এ বছর সেই চেনা ছবিটা একটু অন্যরকম। কারণ, এ বছর মন্নতে নেই শাহরুখ খান।
এই মুহূর্তে শাহরুখের বাড়িতে চলছে মেরামতি ও নতুন কনস্ট্রাকশনের কাজ। ফলে আপাতত তিনি মায়ানগরীর মধ্যেই নতুন এক অ্যাপার্টমেন্টে থাকছেন। তাই জন্মদিনে মন্নতের বারান্দায় হাত নাড়বেন কি না, তা নিয়ে ছিল অনুরাগীদের কৌতূহল।
#REL