দ্য ওয়াল ব্যুরো: প্রায় প্রতিটি হিন্দু পরিবারের উঠোনে বা বাড়িতে এক কোণে থাকে তুলসী গাছ- পবিত্র এবং প্রতিদিনের পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ। তুলসীকে দেবী বৃন্দার (Goddess Vrinda) অবতার হিসেবে মানা হয়, যিনি শুদ্ধতার প্রতীক। ভক্তেরা প্রতিদিন তুলসী পাতা নিবেদন করেন ভগবান বিষ্ণু (Vishnu) ও কৃষ্ণকে (Krishna)। কিন্তু আশ্চর্যের বিষয়, কিছু নির্দিষ্ট দিন রয়েছে যখন তুলসী পাতা ছেঁড়া বা নিবেদন নিষিদ্ধ। তা অনেকেরই অজানা। এমনকি অনেক পুজোতেও তুলসীর ব্যবহার নৈব নৈব চ!
এই বিশ্বাস কেবল কুসংস্কারের ফল নয়, নেপথ্যে রয়েছে কারণও। তুলসীকে দেবী রূপে সম্মান জানানো, এই নিষেধের মূল উদ্দেশ্য সেটাই।