দ্য ওয়াল ব্যুরো: আমরা অনেকেই ভাবি, কোটিপতি হতে গেলে প্রচুর টাকার দরকার। কিন্তু বাস্তবে টাকা নয়, দরকার সঠিক মানসিকতা আর ধারাবাহিক প্রচেষ্টা। যারা সত্যিই ধনী হন, তাঁদের চিন্তার ধরনই আলাদা হয়, ভিন্নভাবে কাজ করেন। তাদের প্রতিটি সিদ্ধান্ত (Millionaire mindset), প্রতিটি পদক্ষেপই সাফল্যের পথে এগিয়ে দেয়।
ধনী হতে চাইলে আগে প্রয়োজন নিজের ভাবনা বদলানো। বেশিরভাগ মানুষ যা করে, আমরা তাই করি, কিন্তু সফলরা স্রোতের বিপরীতে চলতে জানেন। নতুন চিন্তা, নতুন আইডিয়া আর সাহসী পদক্ষেপই তাঁদের আলাদা করে তোলে। শুধু ভাবলেই হবে না, ভাবনাটাকে কাজের রূপ দিতে হবে।