দ্য ওয়াল ব্যুরো: মিউজিক ডিরেক্টর পলাশ মুচ্ছলের (Palaash Muchhal) সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার খবর নিশ্চিত করার পর থেকেই ভারতীয় ক্রিকেটের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধনার (Smriti Mandhana) একটি পুরনো ভিডিও ক্লিপ অনলাইনে পুনরায় ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া সেই পুরনো সাক্ষাৎকারে স্মৃতি মন্ধনা ক্রিকেটে তাঁর পথ চলা, প্রত্যাশা ও সমালোচনার সঙ্গে মানিয়ে নেওয়া এবং মানসিক চিন্তা তৈরি করা নিয়ে কথা বলেছিলেন। তিনি জানান, কোনও ধাক্কা নিয়ে বেশি চিন্তা না করে, তাঁর সমস্যা মোকাবিলার কৌশলটিকে খুঁজে বের করাই বুদ্ধিমানের কাজ।