দ্য ওয়াল ব্যুরো: টাইপ–১ ডায়াবেটিস মোকাবিলায় পশ্চিমবঙ্গের উদ্যোগ পৌঁছে গেল আন্তর্জাতিক মঞ্চে (West Bengal’s Type 1 Diabetes Model)। প্রশংসিত হল বিশ্বের দরবারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রবিবার এক পোস্টে জানান, রাজ্যের স্বাস্থ্য প্রকল্প (West Bengal Health Model) এখন বিশ্বজোড়া স্বীকৃতি পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গড়ে ওঠা টাইপ–১ ডায়াবেটিস প্রতিরোধের মডেলটি আজ বহু দেশের কাছে অনুসরণীয় হয়ে উঠেছে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এই মডেল অন্যান্য জেলায়ও সম্প্রসারিত করা হবে।
#REL