দ্য ওয়াল ব্যুরো: এসআইআর ইস্যুতে (SIR Issue) পাঁচ দিনের ব্যবধানে নাটকীয় সুরবদল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)।
কয়েক দিন আগেই যেখানে দলের বিপরীতে গিয়ে তিনি বলেছিলেন, “এসআইআর চালু হোক না, এতে অসুবিধা কী আছে?”, সেই কেষ্টই এবার বিজেপিকে নিশানা করে সোজা সুরে বললেন, “তুমি কোন হরিদাস পাল যে আমাদের দেশ থেকে বের করে দেবে?”
বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অনুব্রতর মন্তব্য, “পারবে না!” — আর সেই এক বাক্যেই যেন উল্টে গেল তাঁর আগের অবস্থান।
#REL