দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও ডি-র অযোগ্যদের তালিকা। মোট নাম ৩ হাজার ৫১২। এর আগে দাগি শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছিল কমিশন। এবার নন-টিচিং কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা।
২০১৬ সালের প্যানেল বাতিলের পর থেকেই যোগ্য চাকরিপ্রার্থীরা দাবি জানিয়েছিলেন - কে কে বেআইনি সুবিধা পেয়েছেন, তা জনসমক্ষে আনতে হবে। সুপ্রিম কোর্টও সেই নির্দেশ দিয়েছিল। প্রথমদিকে দেরি করায় আদালতের তিরস্কারও সহ্য করতে হয় কমিশনকে। অবশেষে নির্দেশ মেনে পুনরায় পরীক্ষা শুরু, আর তার আগে অযোগ্যদের তালিকা সামনে আনল এসএসসি।