দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন স্থগিত থাকার পর ফের শুরু হতে চলেছে ২৬/১১ মুম্বই জঙ্গি হামলায় (26/11 Mumbai Attack) অভিযুক্ত জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দালের মামলার বিচারপর্ব। সোমবার বম্বে হাইকোর্ট (Bombay High Court) এক নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দিয়েছে, যেখানে তদন্তকারী সংস্থাগুলিকে অভিযুক্তের হাতে গোপন নথি তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
বিচারপতি আরএন লাড্ডার বেঞ্চ কেন্দ্রের আবেদন মঞ্জুর করে জানায়, ওই নিম্ন আদালতের নির্দেশ "আইনবিরুদ্ধ"। ফলে ফের নতুন করে শুরু করা যাবে জুন্দালের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া।