দ্য ওয়াল ব্যুরো: জগজাকার্তায় এবারের ২০তম জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল যেন হয়ে উঠল বাংলা সিনেমার জন্য এক স্মরণীয় সন্ধিক্ষণ। অসংখ্য এশিয়ান ছবির ভিড়ে একমাত্র বাংলা ভাষার ছবি হিসেবে নির্বাচিত হয়েছিল ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ (The Academy of Fine Arts)—আর সেই নির্বাচনের গৌরব যেন আরও উজ্জ্বল হল প্রথম প্রদর্শনীর সাড়া দেখে।
#REL