দ্য ওয়াল ব্যুরো: 'যখন খালেদা জিয়া ছিলেন তখন তাঁর প্রভাবেই কিন্তু ভোট প্রভাবিত হয়েছে। এখন তারেক রহমান আসবে, জনগণের মধ্যে স্বতস্ফূর্ততা আসবে। সুতরাং তাঁরও একটা প্রভাব ভোটের উপর পড়বে।'
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে দিন কয়েক আগে এই মন্তব্য করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার দল প্রার্থী তালিকা ঘোষণার পর এই প্রবীণ নেতাকে সংবাদমাধ্যম বারে বারে প্রশ্ন করেছে, কেন অসুস্থ খালেদা জিয়াকে ৩ আসনে প্রার্থী করতে হল। জবাবে টুকু বলেছেন, এটা দলের সিদ্ধান্ত।