দ্য ওয়াল নিউজ: মানুষের জীবনে সংখ্যার প্রভাব চিরকালই এক রহস্যময় বিষয়। কিছু সংখ্যা শুধু গণনার জন্য নয়—এরা জীবনের গতিপথও নির্ধারণ করে। জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বে (Numerology) ১১, ২২ এবং ৩৩-কে বলা হয় ‘মাস্টার সংখ্যা’ (Master Numbers)। বিশ্বাস করা হয়, এই বিশেষ সংখ্যাগুলির মধ্যে লুকিয়ে আছে এক অদৃশ্য আধ্যাত্মিক শক্তি, যা মানুষের ব্যক্তিত্ব, কর্মজীবন এবং ভাগ্যকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।
#REL