দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচের সময় খেলোয়াড়দের আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলির ওপর আইসিসি (ICC) চূড়ান্ত রায় ঘোষণা করেছে। আইসিসি’র এলিট প্যানেল অফ ম্যাচ রেফারিদের দ্বারা তিনটি ম্যাচের (১৪, ২১ এবং ২৮ সেপ্টেম্বর, ২০২৫) ঘটনা নিয়ে শুনানি হয় এবং তার ভিত্তিতেই এই শাস্তির ঘোষণা করা হয়েছে।
এই রায়ের ফলে পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ দু'টি ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন, অন্যদিকে ভারতের ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে ম্যাচ ফি-এর ৩০ শতাংশ জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।