দ্য ওয়াল ব্যুরো: নভেম্বর মাসের শুরুতেই জ্যোতিষশাস্ত্রের দুনিয়ায় আসছে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রেম ও ঐশ্বর্যের কারক গ্রহ শুক্র এবার রাশি পরিবর্তন করতে চলেছে। এই শুক্রের গোচর সরাসরি প্রভাব ফেলবে মানুষের প্রেমজীবন, দাম্পত্য সম্পর্ক এবং আর্থিক অবস্থার ওপর। কারও জন্য এটি অপ্রত্যাশিত সুখবর বয়ে আনবে, আবার কিছু রাশির ক্ষেত্রে তৈরি হবে নতুন চ্যালেঞ্জের ইঙ্গিত। আপনার রাশিফল কী বলছে? এই পরিবর্তনে আপনার ভাগ্যে আসছে প্রেম নাকি অর্থ—জেনে নিন বিশদে।
গ্রহের গোচরের তাৎপর্য