দ্য ওয়াল ব্যুরো: এমন গোল সিজনে একটাই দেখা যায়, হয়তো তাও না!
ডিফেন্স থেকে বল নিয়ে একদম প্রতিপক্ষের বক্স পর্যন্ত দৌড়ে গেলেন, মাঝপথে তিনজনকে কাটালেন, তারপর বাঁ–পায়ের শটে গোল! মরশুম শেষ হতে এখনও বিস্তর দেরি। অথচ তার আগেই টটেনহ্যামের (Tottenham Hotspur) ডিফেন্ডার মিকি ফান ডে ভেন (Micky van de Ven) মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) যেন নিজের নাম লিখিয়ে ফেললেন ‘গোল অব দ্য সিজনে’র তালিকায়!