দ্য ওয়াল ব্যুরো: সংসার চালানোর জন্য একসময় অটো চালাতেন, তিনি এবার ছেলের বিলাসবহুল নতুন গাড়ির জন্য নম্বরপ্লেট কিনতে খরচ করেছেন গোটা ৩১ লক্ষ টাকা!
রাহুল তানেজা। অনন্য নম্বরপ্লেটের প্রতি তাঁর অদ্ভুত টান সম্পর্কে অনেকেই অবগত। এবার তিনি রাজস্থানের সবচেয়ে দামি রেজিস্ট্রেশন নম্বর ‘RJ 60 CM 0001’ কিনেছেন জয়পুর রেলওয়ে ট্রান্সপোর্ট অফিসের নিলাম থেকে। ওই নম্বরটি তাঁর Audi RSQ8 গাড়ির জন্য নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পরিবহণ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এটি রাজ্যের সর্বোচ্চ দর পাওয়া নম্বর, রেকর্ড তৈরি করেছে নিলাম।
#REL