দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল অ্যারেস্ট (Digital arrest), ইনভেস্টমেন্ট ফ্রড (investment fraud) - এমন একের পর এক অনলাইন প্রতারণার (online scam) খবর উঠে আসছে দেশের নানা কোণ থেকে। এবার সামনে এল আরও এক অভিনব ফাঁদ। কেন্দ্রীয় বাহিনীর (CISF) জওয়ান সেজে সাধারণ মানুষকে ঠকাচ্ছে একদল প্রতারক।
তাদের হাতে আছে জাল CISF আইডি কার্ড, আধার, প্যান - সব কিছুই নিখুঁত নকল। ছবিতে দেখা যায় ইউনিফর্ম পরা এক 'জওয়ান'। তাঁদের নতুন কৌশল হল - 'আমার অমুক এলাকায় বদলি হচ্ছে, থাকার জায়গা দরকার।'
কীভাবে চলছে এই প্রতারণা, শিকার কারা হচ্ছেন?
#REL