দ্য ওয়াল ব্যুরো: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি সাংবাদিক সম্মেলন ডেকে হরিয়ানার ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন, যা দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। তিনি এই অভিযোগকে 'এইচ বোমা' (হাইড্রোজেন বোমা) বা ভোটচুরি আখ্যা দিয়েছেন।
রাহুল গান্ধীর অভিযোগ অনুসারে, হরিয়ানার হোডাল শহরের ২৬৫ নম্বর বাড়িটির ঠিকানায় ৫০১ জন ভোটারের নাম নথিভুক্ত রয়েছে। কংগ্রেসের তদন্তে জানা গিয়েছে, হোডাল শহরের এই ২৬৫ নম্বর বাড়িটি স্থানীয় বিজেপি নেতা এবং প্রাক্তন পুর কাউন্সিলর সুন্দর সিংয়ের নামে নথিভুক্ত।
#REL