অন্বেষা বিশ্বাস
এক সময়, গল্প মানেই ছিল বইয়ের পাতা। রাজা-রানির কাহিনি, যুদ্ধ আর প্রেম, বিশ্বস্ততা আর প্রতারণা। সব মিলিয়ে এক জগৎ, যেখানে শব্দই ছিল জাদুর ছোঁয়া। কিন্তু সময় বদলেছে। সেই পুরনো গল্পগুলো রঙ পেয়েছে, সুর পেয়েছে, আর চলন্ত ছবির ভেতরে নতুন প্রাণ পেয়েছে। আজকের বলিউড সেই প্রাচীন কাহিনিগুলোকেই নতুন করে বাঁচিয়ে তুলছে। নতুন ভাষায়, নতুন প্রেক্ষাপটে, নতুন ভাবনায়।
যেখানে রাজপুরুষ হয়ে যায় গ্যাংস্টার— ‘মকবুল’