দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরে (Kolkata airport) চাঞ্চল্যকর ঘটনা! থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি বাঁদর (Monkey escapes from passenger's bag)। কিন্তু তার মধ্যে একটিকে ধরার আগেই উধাও হয়ে গেল সে। বিমানবন্দর চত্বরেই শুরু হয় ব্যাপক তল্লাশি।
সূত্রের খবর, যাত্রীটি থাইল্যান্ড থেকে কলকাতা আসছিলেন। বিমানবন্দরের কাস্টমস অফিসাররা রুটিন তল্লাশির সময় তাঁর ব্যাগ খুলতেই দেখা যায় ভিতরে দুটি ছোট আকারের বাঁদর রয়েছে। এর মধ্যে একটি বাঁদরকে উদ্ধার করা গেলেও, আরেকটি মুহূর্তের মধ্যেই ফসকে যায় কর্মীদের হাত থেকে।
#REL