দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কের চাকরি ছেড়ে ফের ঘুঁটি ধরেছিলেন। এখন দেশের দাবা দুনিয়া তাকিয়ে তাঁর দিকে।
রাশিয়ার দু’বারের বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনালিস্ট ইয়ান নেপোমনিয়াচ্চিকে (Ian Nepomniachtchi) হারিয়ে নজর কাড়লেন বাংলার গ্র্যান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষ (Diptayan Ghosh)। এই জয় এতটাই অপ্রত্যাশিত, যে বিশ্বাস করতে পারছেন না! খেলাশেষে অগোছালো বোর্ডে কিন্তু বলে দিচ্ছে—নিজে মানুন চায় না মানুন, অসম্ভবকেও সম্ভব করেছেন কলকাতার এই তরুণ!