দ্য ওয়াল ব্যুরো: ভবিষ্যতের শুরুটা আজ থেকেই - এই চিন্তাভাবনা মাথায় নিয়ে আগামী প্রজন্মের সুস্বাস্থ্যকে সুরক্ষিত করতে ধূমপানের বিরুদ্ধে লড়াইয়ে নজির গড়ল মালদ্বীপ (Maldives)।
এক সাহসী পদক্ষেপে দেশটি ইতিহাস সৃষ্টি করল। ২০০৭ সালের পর যারা জন্মেছে, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তাদের ওপর আজীবনের এক নিষেধাজ্ঞা চাপিয়েছে মালদ্বীপ। তাদের জন্য ধূমপান নিষিদ্ধ (smoking ban) ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আর কখনও তামাকজাত দ্রব্য কিনতে, ব্যবহার করতে বা সেবন করতে পারবে না।