দ্য ওয়াল ব্যুরো: ইনস্টায় কিছুদিনের আলাপ! নতুন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে চরম পরিণতি লখনউয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর। দু'দিন আটকে রাখা হল হোটেলের ঘরে (Minor girl assaulted)। একাধিকবার গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। এখনও মূল অভিযুক্ত পলাতক।
নির্যাতিতার মায়ের দাবি, বিমল যাদব নামের এক যুবকের সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয়েছিল তাঁর মেয়ের। প্রথমে মোবাইলেই চ্যাটিং করত দু'জনে, পরে ফোনে কথা বলতে শুরু করে।