দ্য ওয়াল ব্যুরো: জীবিত অবস্থায় নিজের শ্রাদ্ধ নিজেই করলেন ৭৮ বছরের এক প্রাক্তন সেনা (78-year-old ex-soldier)! যাকে বলে, রীতিমতো ঘটা করে। এজন্য এলাকার প্রায় ৪০০ পরিবারে গিয়ে হাতজোড় করে আমন্ত্রণও করে এসেছিলেন তিনি।
জীবিত মানুষের কাছ থেকে তাঁর নিজের শ্রাদ্ধের আমন্ত্রণ শুনে গ্রামবাসীরা প্রথমে ভেবেছিলেন, হয়তো ভুল শুনছেন। পরে নিশ্চিত হতে গিয়ে বিস্ময় আরও বেড়েছে। কারণ, যিনি নিমন্ত্রণ জানালেন, তিনি একেবারে সুস্থ, সচল— পূর্ব বর্ধমানের কেতুগ্রামের (Ketugram, East Burdwan) দাসপাড়ার ৭৮ বছরের প্রাক্তন সেনাকর্মী শান্তি দাস।