দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো থানা সংক্রান্ত মামলার তদন্তে এবার নয়ডা পুলিশের বড় পদক্ষেপ। বিভাস অধিকারীর বেলেঘাটার অফিসে তল্লাশি চালাতে এলেন নয়ডা পুলিশের আধিকারিকরা। প্রথমে চাবি পাননি তাঁরা। ফলে কাজে বেগ পেতে হয়। পরে বেলেঘাটা থানার আধিকারিকদের সঙ্গে মিলে তালা ভেঙে তল্লাশি শুরু করেন তাঁরা।
এদিন চাবি না পেয়ে তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশের জন্য শিয়ালদহ কোর্টে আবেদন করেন আধিকারিকরা। আদালতে তাঁরা জানান, বিভাস অধিকারীর অফিসে তল্লাশির অনুমতি রয়েছে নয়ডা আদালতের। কিন্তু কলকাতার ফ্ল্যাটে প্রবেশ করতে গিয়ে স্থানীয় বাধার মুখে পড়তে হচ্ছে।
#REL