দ্য ওয়াল ব্যুরো: বালি পাচার কাণ্ডে (Sand Smuggling Case) নতুন মোড়। রাজ্যে প্রথমবার এই মামলায় গ্রেফতার হলেন এক ব্যবসায়ী — জি ডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ শরাফ। বৃহস্পতিবার বিকেলে বালি থেকে তাঁকে গ্রেফতার (Arrest) করে ইডি আধিকারিকরা।
ইডি সূত্রে খবর, অরুণ শরাফের বিরুদ্ধে বালি খাদান (Sand Mine) থেকে বেআইনি বালি উত্তোলন ও পাচারের অভিযোগ রয়েছে। নিয়ম মেনে লিজ নেওয়া হলেও, পরবর্তীতে তার সীমা ছাপিয়ে ব্যাপক পরিমাণ বালি তোলা হয় বলে দাবি তদন্তকারীদের।