দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে বেড়ে চলা পথকুকুর-সংক্রান্ত (Stray Dogs) ঘটনাকে রুখতে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, স্কুল, কলেজ, হাসপাতাল, খেলার মাঠ, বাস টার্মিনাস, রেলস্টেশন— এসব জনবহুল জায়গা থেকে সমস্ত পথকুকুরকে সরিয়ে নিয়ে গিয়ে আশ্রয়কেন্দ্রে রাখতে হবে।
বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এনভি অঞ্জারিয়ার বেঞ্চ জানায়, ধরা পড়া কুকুরদের নির্বীজন ও টিকাকরণের পর পুনরায় আগের স্থানে ছেড়ে দেওয়া যাবে না। আদালতের মন্তব্য, “ওইসব জায়গায় কুকুরদের ফেরত পাঠালে সমস্যার সমাধান হবে না, বরং উদ্দেশ্যই ব্যর্থ হবে।”