দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সল্টলেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজির হলেন দমকল মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসু (Fire Minister Sujit Basus son Samudra Basu faces ED questioning)। সূত্রের খবর, বেলা ১২টা নাগাদ তিনি সিজিওতে ইডি দফতরে হাজির হন। এরপরই শুরু হয়েছে জেরা পর্ব।
সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির (Municipal Recruitment Corruption) তদন্তের সূত্র ধরেই সমুদ্রকে জেরা করছেন তদন্তকারীরা। এর আগে গত বুধবার ইডির তলব এড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর স্ত্রী (Sujit Basu)। আর বৃহস্পতিবার ইডির (ED) তলবে হাজিরা দেননি মন্ত্রী পুত্র সমুদ্র বসু।
#REL