দ্য ওয়াল ব্যুরো: লক্ষ লক্ষ অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীর জন্য নতুন বিপদ সংকেত! ভারত সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা CERT-In (Indian Computer Emergency Response Team) জানিয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে (Google Android operating System) একাধিক ভয়াবহ ত্রুটি ধরা পড়েছে। এই ত্রুটিগুলি কাজে লাগিয়ে হ্যাকাররা (hacker) সহজেই আপনার ফোনে ঢুকে পড়তে পারে, এমনকী পুরো সিস্টেমের নিয়ন্ত্রণও নিতে পারে।
অ্যান্ড্রয়েডের কোন ভার্সনগুলি ঝুঁকিতে?