দ্য ওয়াল ব্যুরো: আমাদের আশেপাশেই কতশত প্রতিভার বিকাশ হচ্ছে দিনদিন, আবার কোথাও প্রতিনিয়ত তা অচিরেই নিভে যাচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় যুগে ডিজিটাল তথ্য অহরহ নেটমাধ্যমের পাতায় উঠে আসছে বলে, পৃথিবীর কোনও এক কোণে হলেও, তাতে পড়ছে প্রচারের আলো।
তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোন এলাকা, কী তার নাম জানা না গেলেও, তার গলার সুরে বেজায় মুগ্ধ হয়েছে নেটমাধ্যম।