দ্য ওয়াল ব্যুরো: দেশের সোনার বাজারে আজ নতুন খবর। সপ্তাহের শেষে সোনার দামে দেখা গেল সামান্য পরিবর্তন, যা উৎসব-পরবর্তী সময় এবং আসন্ন বিয়ের মরশুমের আগে ক্রেতাদের মধ্যে কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। ভারতীয় সংস্কৃতিতে সোনা শুধু গয়না নয়— এটি ভবিষ্যতের এক নিরাপদ বিনিয়োগও বটে। ফলে সোনার দামের প্রতিটি ওঠানামা সাধারণ মানুষ থেকে বিনিয়োগকারী— সকলেরই নজর কাড়ে।
মহানগরীগুলিতে সোনার দামের চিত্র