দ্য ওয়াল ব্যুরো: দেশের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগোর (Indigo) পরিষেবায় হঠাৎ টানাপড়েন শুরু হওয়ায় গত তিন দিনে দেশজুড়ে এক অভূতপূর্ব অচলাবস্থা তৈরি হয়েছে। ২–৪ ডিসেম্বরের মধ্যে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু-সহ বিভিন্ন বিমানবন্দরে ৫০০-রও বেশি দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল (Flight Cancelled) হওয়ায় হাজার হাজার যাত্রী আটকে পড়েন। দীর্ঘ সারি, লাগেজ না পাওয়া, খাবার–জলের অভাব, সব মিলিয়ে বিমানবন্দরগুলি কার্যত বিশৃঙ্খল।