দ্য ওয়াল ব্যুরো: দিল্লির রোহিণী এলাকার রিঠা (Rithala) মেট্রো স্টেশনের কাছে একটি বস্তিতে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দিল্লি ফায়ার সার্ভিসেস (DFS) জানিয়েছে, এই ঘটনায় বহু ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
দিল্লি ফায়ার সার্ভিস (DFS) সূত্রে খবর, রাত আনুমানিক ১০টা ৫৬ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ১৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা বর্তমানে আগুন নেভানোর কাজ করে চলেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনায় বহু ঝুপড়ি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
#REL