দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম আফ্রিকার (East Africa) মালিতে (Mali) অপহৃত (Kidnapped) হয়েছেন পাঁচজন ভারতীয় নাগরিক (Indian Nationals)। শনিবার সরকারি সূত্রে এই তথ্য নিশ্চিত হয়েছে। দীর্ঘদিন ধরেই আল-কায়দা (Al-Qaida) ও আইএসআইএস (ISIS)-ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠীর হানায় অস্থির এই দেশ। সাম্প্রতিক এই অপহরণে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম মালির কোব্রি এলাকার কাছে একদল সশস্ত্র দুষ্কৃতী এই পাঁচ ভারতীয়কে অপহরণ করে। তাঁরা একটি ভারতীয় সংস্থার কর্মচারী (Indian Workers), যারা স্থানীয় বিদ্যুতায়ন প্রকল্পে কাজ করছিলেন।