গার্গী দাস
এই পৃথিবী আমার তোমার, এখানে আমাদের অধিকার সমান। এই মাটি, আকাশ, বাতাস একজন মানুষের যতোটা, পশু-পাখি, কীটপতঙ্গ বা গাছপালারও ঠিক ততোটাই। এই বিশ্বাস একাংশের মনে থাকলেও, বেশিরভাগ মানুষ মনে করেন, উৎকৃষ্ট জীব হিসেবে শাসন শুধু তারই, সবটাই তার অধীনে- নিয়ন্ত্রণে। গাছপালা কেটে, জঙ্গল সাফ করে, পশু-পাখি মেরে বা নদীর গতিপথ ঘুরিয়ে দিয়ে তা প্রমাণও করে দেয়।