দ্য ওয়াল ব্যুরো: গোয়ার IFFI-উৎসবের ব্যস্ততম প্রাঙ্গণে এ বছর যেন এক ভিন্ন আবহ। আলো, ক্যামেরা আর দর্শকের উচ্ছ্বাসের ভিড়ে দাঁড়িয়ে রয়েছে ধুলোপড়া ইতিহাস—১৯৪২ সালের BSA WM20 মোটরসাইকেল। সেই বাইকই, যার সাইডকারে বসে জয়-বীরু ‘ইয়ে দোস্তি’ গেয়েছিল, আর ভারতীয় সিনেমায় বন্ধুত্বের নতুন সংজ্ঞা লিখেছিল ‘শোলে’।
কিন্তু এবার সেই বাইকের সামনে দাঁড়িয়ে মানুষ উৎসবের আনন্দ নয়, খুঁজে পেয়েছেন গভীর এক বেদনা। কারণ, ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র আর নেই। আর সেই মুহূর্তেই এই পুরনো প্রপ যেন নিজে থেকেই এক নীরব স্মৃতিস্তম্ভে পরিণত হয়েছে।
#REL