দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রবিবার সকালে চাঁদনি চক এলাকায় সিএসসি (CESC) অফিসের কাছে একটি ট্রান্সফর্মারে আগুন লাগা এবং বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
সূত্রের খবর, রবিবার সকাল ৭টা ১০ মিনিট নাগাদ ওই ট্রান্সফর্মারে হঠাৎ আগুন ধরে যায়। এর পরেই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা শুনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। দ্রুত আগুন ছড়াতে থাকায় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।