অন্বেষা বিশ্বাস
এমন এক মন্দির, যা তৈরি হয়েছিল মানুষের সভ্যতা গড়ে ওঠার আগেই। পিরামিডেরও হাজার হাজার বছর আগে, যখন চাকা পর্যন্ত আবিষ্কৃত হয়নি, তখনই কেউ এক অজানা শক্তির নির্দেশে পাথর কেটেছিল, স্তম্ভ গড়েছিল, আর বানিয়েছিল এমন এক জায়গা, যেটি আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নেয়। যেখানে হাজার হাজার বছর আগে মানুষ কৃষিকাজ শিখেনি, লোহার অস্তিত্বই ছিল না, আর তারা তখনও ছিল নিছক শিকারি। সেখানেই গড়ে উঠল বিরাট এক 'রসহ্যময়' মন্দির।
কে বানাল এই পাথরের দেবালয়?