দ্য ওয়াল ব্যুরো: চরম বিষাক্ত রাজধানী (Delhi)র বাতাস। একদিন আগেই শহর ঢুকে পড়েছে ‘রেড জোনে’। একাধিক এলাকার একিউআই ছুঁয়েছে ৪০০-র গণ্ডি। সেই প্রেক্ষিতেই রবিবার দিল্লির ইন্ডিয়া গেটের (India Gate) সামনে বায়ুদূষণ রোধে কার্যকর নীতি তৈরির দাবিতে রাস্তায় নামলেন পরিবেশ কর্মী, সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা–কর্মীরা।
আন্দোলনকারীদের সঙ্গে ছিলেন আম আদমি পার্টি (AAP) ও কংগ্রেসের (Congress) কিছু নেতাও। তবে ইন্ডিয়া গেটে দীর্ঘক্ষণ চলেনি এই কর্মসূচি। আধঘণ্টার মধ্যেই পুলিশ (Delhi Police) কড়াকড়ি শুরু করে। একাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়।
#REL