দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর পারাপ্পানা আগ্রহারা সেন্ট্রাল জেলে (Bengaluru Parappana Agrahara Jail) বন্দিদের VIP সুবিধা ও মোবাইল ফোন ব্যবহারের ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে কর্নাটক সরকার (Karnataka Government orders probe)। রাজ্যের কারা দফতর ইতিমধ্যেই সেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
শনিবার ফাঁস হওয়া কয়েকটি ভিডিওতে দেখা যায় কুখ্যাত দাগি বন্দিরা, যাদের মধ্যে রয়েছে এক আইএসআইএস নিয়োগকারী ও এক সাজাপ্রাপ্ত ধর্ষক-খুনি। দেখা যায়, জেলের ভিতরে তারা ফোন ব্যবহার করছে এবং বিশেষ সুবিধাও পাচ্ছে।
#REL