দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর (Kashmir) থেকে শুরু করে রাজধানী দিল্লির (Delhi) উপকণ্ঠ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এক ভয়ঙ্কর সন্ত্রাসচক্র। ফারিদাবাদ থেকে উদ্ধার হয়েছে ৩৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, একাধিক আধুনিক রাইফেল ও গুলি। সঙ্গে টাইমার ও বিস্ফোরক সরঞ্জাম। তদন্তকারীদের দাবি, এই গোটা চক্রান্তের সূত্র মেলে এক কাশ্মীরি চিকিৎসক— আদিল আহমেদ রাঠারের (Adil Ahmed Rathar) কাছ থেকে।
কে এই আদিল আহমেদ রাঠার?