দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জয়ের উল্লাস এখনও থামেনি। নবি মুম্বইয়ের (Navi Mumbai) ডিওয়াই পাটিল স্টেডিয়ামে (DY Patil Stadium) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মহিলা একদিনের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। পুরো দেশ তখন আনন্দে মাতোয়ারা। কিন্তু ঠিক সেই সময়েই শুরু নতুন বিতর্ক। বিষয়—নেতৃত্ব থেকে হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) সরানো উচিত কি না!
প্রাক্তন ভারত অধিনায়ক শান্তা রঙ্গস্বামী (Shantha Rangaswamy) একটি সাক্ষাৎকারে জানান, হরমনপ্রীতের এখন নেতৃত্বের চাপ না নিয়ে ব্যাটিং আর ফিল্ডিংয়ে মন দেওয়া উচিত। তাঁর মতে, দলের ভবিষ্যতের কথা ভেবে এখনই নতুন নেতৃত্ব চিন্তা করা দরকার।