দ্য ওয়াল ব্যুরো: গত বছরই অভিযোগ উঠেছিল তিরুপতির লাড্ডুতে মেশানো হচ্ছে ভেজাল ঘি (Tirupati laddu scam)! এবার সেই ভেজাল ঘি (Tirupati laddu adulterated ghee) কেলেঙ্কারিতেই উঠে এল ৫০ লক্ষ টাকার ঘুষ লেনদেনের (Bribe in Tirupati laddu adulterated ghee scam) চাঞ্চল্যকর তথ্য।
তদন্তে জানা গিয়েছে, এই অর্থ লেনদেনের সূত্র মিলেছে তিরুমলা তিরুপতি দেবস্থানম (TTD)-এ দেওয়া ঘি সরবরাহ ঘিরে হওয়া দুর্নীতির মামলায়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত, পর্যটক ও দর্শনার্থীদের জন্য যে ‘শ্রীভরি লাড্ডু’ (Srivari laddu) প্রস্তুত হয়, সেই প্রসাদ তৈরিতেই ব্যবহার করা হচ্ছিল ভেজাল ঘি।
#REL