দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট মামলায় ফের স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ জানায়, কোলাঘাট থানায় (Kolaghat case) দায়ের হওয়া এফআইআরের উপর আপাতত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।
আগামী ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এই রক্ষাকবচ বলবৎ থাকবে বলে নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ হয়েছে ৮ জানুয়ারি। অর্থাৎ তার আগে পর্যন্ত কোলাঘাট মামলায় বিরোধী দলনেতার বিরুদ্ধে বিশেষ কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য।
#REL