দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানীরা এখন নজর রেখেছেন এক রহস্যময় মহাজাগতিক বস্তুর দিকে- 3I/ATLAS। এটি আমাদের সৌরজগতের বাইর থেকে আসা এক বিশেষ অতিথি (interstellar comet), যার আচরণে দেখা যাচ্ছে আশ্চর্য পরিবর্তন। জুলাই মাসে চিলির একটি টেলিস্কোপে এটি প্রথম ধরা পড়ে। এটি এখন পর্যন্ত তৃতীয় আন্তঃনাক্ষত্রিক বস্তু, ওমুয়ামুয়া এবং বোরিসভের পর। নাসা জানিয়েছে, পৃথিবীর জন্য এটি কোনো বিপদের কারণ নয়। ডিসেম্বর মাসে এটি পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যাবে, প্রায় ২৬.৯ কোটি কিলোমিটার দূর দিয়ে।
গতি বাড়ছে, রঙ বদলাচ্ছে