দ্য ওয়াল ব্যুরো: ছ’বছর পর ফের ইডেনে ফিরছে টেস্ট ক্রিকেট। কিন্তু এবার বাইশ গজ একদম আলাদা। মাঠে তাজা ঘাস প্রায় নেই, কালো মাটির উইকেট শুকিয়ে শক্ত। যে কারণে বিশেষজ্ঞদের মতে, ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্টে (India vs South Africa Test) বড় ভূমিকা নিতে পারে রিভার্স স্যুইং (Reverse Swing)।
১৪ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ম্যাচের চার দিন আগেই পিচে কার্যত কোনও ‘লাইভ গ্রাস’ নেই। খেলা শুরু হওয়ার সময় ঘাসের উচ্চতা থাকবে দুই মিলিমিটারেরও কম। ফলে ম্যাচের মাঝামাঝি সময় থেকেই বল পুরনো হয়ে যেতে শুরু করবে, যা সিমারদের কাজে দেবে।