দ্য ওয়াল ব্যুরো: জ্যোতিষশাস্ত্রের আকাশে এখন এক বিরল সংযোগের সময়। সিনাস্ট্রি চার্ট ও গ্রহের বিশেষ শুভ যোগ নিয়ে জ্যোতিষ মহলে তোলপাড়। বিশেষজ্ঞদের মতে, এই বিরল মহাজাগতিক অবস্থান তিনটি রাশির জীবনে একসঙ্গে নিয়ে আসতে পারে প্রেম ও অর্থের উচ্ছ্বাস। দীর্ঘদিনের আর্থিক সমস্যা বা সম্পর্কের জটিলতা কাটিয়ে তাঁদের জীবনে খুলে যেতে পারে নতুন দিগন্ত। বৃহস্পতি ও শুক্রের এই শুভ সংযোগ অর্থভাগ্যকে দৃঢ় করার পাশাপাশি প্রেমজীবনে আনতে পারে উষ্ণতা ও স্থিতিশীলতা।
#REL