দ্য ওয়াল ব্যুরো: ৩৯ মাস পর ঘরে ফিরলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ আইনি লড়াই, হাসপাতাল ও আদালতের চক্কর—সবশেষে জামিনে মুক্তির স্বাদ! অনুগামীদের ভিড় ঠেলে যখন বাড়ির দরজায় পা রাখলেন চোখের কোণে আনন্দাশ্রু!
আর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই বাঁধনছাড়া উচ্ছ্বাসে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ল বাড়ির পোষ্য কুকুর। সামান্য মুহূর্তে বোঝা গেল, কঠিন পরিস্থিতির মধ্যেও এই সম্পর্কটুকু অটুট থেকেছে। পার্থবাবুও থামলেন না। আদরে মুখ ভরিয়ে দিলেন পোষ্যের। মুহূর্তের মধ্যে বাড়ির পরিবেশ বদলে গেল আদালতের অস্থিরতা আর জেলবন্দি অধ্যায়ের গুমোট থেকে।
#REL