দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে বীরভূমের নলহাটি থানার সুলতানপুর-নলহাটি রোড থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ জিলেটিন স্টিক।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় টহল দিচ্ছিল নলহাটি থানার পুলিশ। সন্দেহজনক একটি চারচাকা গাড়ি চোখে পড়ে তাদের। গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই মিলল বিস্ফোরক ভর্তি বস্তা। সঙ্গে সঙ্গে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে, ধৃত নারায়ণ ঘোষ, নলহাটি থানারই বাসিন্দা।
#REL